২০১৫ সালের ২০ এপ্রিল হত্যাচেষ্টায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়। এ হত্যাচেষ্টার হামলায় চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মো. শাহরিয়ার ইমাম আসিপ বাদী হয়ে এ মামলা করেন।
রোববার রাতেই এ বিষয়ে জানতে পারেন জায়েদ। বর্তমানে তিনি দেশের বাইরে কানাডায় অবস্থান করছেন। খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় নিজের নাম আসামির তালিকায় থাকা প্রসঙ্গে কানাডা থেকেই জায়েদ তার মন্তব্য সংবাদমাধ্যমে তুলে ধরেন।
জায়েদ বলেন, ‘একজন শিল্পী হিসেবে এমন মামলায় নিজেকে আসামি হিসেবে দেখে আমি বিস্মিত, আমি হতবাক। মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।’
জায়েদ আরও বলেন, ‘যেকোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত বা বিতর্কিত কোনো কিছু করিনি। ৯ বছর আগের আমি হত্যাচেষ্টায় গাড়ি ভাঙচুর করলে আমি তখনই খবরের শিরোনাম হতাম।’
এসময় ক্ষোভ প্রকাশ করে জায়েদ বলেন, ‘দেশের ক্ষতি হয় কিংবা রাষ্ট্রদ্রোহী, অসৎ কোনো কাজ করিনি। কেউ প্রমাণ করতে পারলে আমার নামে মামলা করুন। কিন্তু অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা আমি সমর্থন করি না। দেশে একটি পরিবর্তন এসেছে। এ সময় সাজিয়ে মিথ্যা মামলা দিলে স্বাধীনতার প্রতি আস্থা থাকবে না।’