ফারুক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করুন। আজ আবার আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বিগত সরকার। আবু সাঈদের রক্তকে বাংলাদেশের মানুষ বৃথা যেতে দেবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর আসতে দেয়া হবে না।’
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘বেনজিরের মতো লোক দিয়ে মায়েদের বুক খালি করেছেন। ১৬ বছরে তারেক রহমানের বক্তব্য কি একবারও আপনারা প্রচার করেছিলেন। মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। শেখ হাসিনার লজ্জা হয় না শেখ হাসিনার? ভারতীয় সীমান্তে ভাইদের গুলি করে হত্যা করা হয়, আপনারা বলতে দেননি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকেন। বন্দী বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে। দিল্লীতে বসে মা মেয়ে যুক্তি করে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মেনে নেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান বলেছেন একটা নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। এদেশে আর স্বৈরাচারী সরকার আসবে না। আসুন এমন একটা অবস্থা তৈরি করি যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই ইউনূস সরকারকে সহায়তা করতে হবে। দিনের ভোট দিনে হবে, রাতে নয়।’
এসময় অস্থিরতা সৃষ্টি না করে দেশকে গড়ে তোলার আহ্বানও জানান তিনি।