কোনো শীর্ষক নেই

 

ড. ইউনূসকে নিয়ে অশালীন মন্তব্য করায় মামলা

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অশালীন মন্তব্য করায় মাসুম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হাসান মাহমুদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কলাপড়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।


মামলায় হাসান মাহমুদ উল্লেখ করেন, গত ২ মে সন্ধ্যায় ড. মো. ইউনূস ঢাকার আদালতে হাজিরা শেষে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দেন। ওই বক্তব্য বিভিন্ন মিডিয়া ও ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেখানে মাসুম বিল্লাহ কমেন্টের মাধ্যমে ড. মো. ইউনূসকে ‘আমেরিকার দালাল’ বলে আখ্যায়িত করেন। এছাড়া মাসুম তার নিজ এলাকা কলাপাড়ার পূর্ব মধুখালিতে বসে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং তাকে একাকী পেলে হত্যার হুমকি দেন। এতে ড. ইউনূসের মানহানি হয়েছে।