বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি, জাতীয় নির্বাচন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমসহ নানা বিষয় উঠে আসে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অর্ন্তবর্তী সরকারকে সমর্থনের যে কথা বলেছেন, তাতে সন্তোষ প্রকাশ করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি।’
জয় বলেন, ‘তবে এ রকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’
‘মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন সম্ভব নয়’ বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে।’
শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, এমন প্রশ্নে জয় বলেন, ‘দেশে ফেরার বিষয়টা তার (শেখ হাসিনা) ওপর নির্ভর করবে। এ মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে, সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।’
উল্লেখ্য, কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।
হাসিনা চলে যাওয়ার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করছে। পরিস্থিতি যাই হোক না কেন, সেনাবাহিনী তার সমর্থন অব্যাহত রাখবে বলে জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।